এটি জোকোর ক্যারিয়ারে রেকর্ড ৭ম এটিপি ট্যুর ফাইনালস জয়।
ইতালির তুরিনে দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচের সামনে পাত্তাই পায়নি ইয়ানিক সিনার। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন সার্বিয়ান টেনিস তারকা।
স্বাগতিকদের ফাইনালিস্ট সিনার, পরের সেটেও প্রতিরোধ গড়তে পারেননি র্যাংকিংয়ের শীর্ষ তারকার বিপক্ষে। জোকোভিচ জিতে নেন ৬-৩ গেমে।
২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকো এক্ষেত্রে আরেক কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলেছেন। কারণ, সবাইকে ছাপিয়ে ৩৬ বছর বয়সী নোভাক জোকোভিচের এটি রেকর্ড ৭ম এটিপি ট্যুর ফাইনালস জয়।