দেশে এখন
0

দুর্নীতিসহ সব সমস্যার সমাধান করবে তরুণরা: জয়

নৌকায় ভোট দিয়ে তরুণদের বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিতরণ করে এ আহ্বান জানান তিনি।

এসময় সমাজ, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন, কলা ও পরিবেশ রক্ষায় অবদান রাখা ১২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে পাথ ফাইন্ডার ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল এবং সাংস্কৃতিক সংগঠন খেলাঘরকে।

গানে গানে সচেতনতার কথা বলা টঙ্গের গান এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সেরা নির্বাচিত হয়েছে কলা ও সংস্কৃতি বিভাগে। এভাবে ৬টি ক্যাটাগরিতে সাড়ে ৭শ’ আবেদনদনকারীর মধ্য থেকে এবারের জয় বাংলা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে ১২টি সংগঠন। যারা সবাই প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পুরস্কার বুঝে নেন।

পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে সিআরআইয়ের চেয়ারপারসন বলেন, দুর্নীতিসহ দেশের সকল সমস্যার সমাধান করবে এখানকার তরুণেরা।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্লাটফর্মের মাধ্যমে ২০১৪ সাল থেকে সমাজসেবাসহ বিভিন্নখাতে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে পুরস্কার দিয়ে আসছে সিআরআই। পুরস্কারপ্রাপ্ত সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও ৩ লাখের বেশি সদস্য।