দেশে এখন
কৃষি
0

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে দিনাজপুরের হিলিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসে বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অফিসার আরজেনা বেগম। বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, হাকিমপুর উপজেলার ৫০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি এবং বীজতলা তৈরির সকল সরঞ্জাম দেওয়া হয়েছে।

এএইচ