দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

.
এখন জনপদে
0

ভাড়া নিয়ে বিরোধের জেরে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারীরা।

আজ (বুধবার, ২৯ জানুয়ারি) সকাল থেকে রূপতলী বাস টার্মিনালে শুরু হয় ভোগান্তির চিত্র। ঘন্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয় দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের গন্তব্য রওনা দিতে হয়েছে বিকল্প পথে। যাতে সিএনজি অটো রিক্সাসহ বিভিন্ন রুটে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

মঙ্গলবার (২৮, জানুয়ারি) বিকেলে, বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাস দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বুধবার (২৯ , জানুয়ারি) সকালে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বিভিন্ন সময় তৈরি হয় বাকবিতণ্ডা। যাতে মারধারের শিকার হতে হয় চালকসহ কর্মচারীদের।

এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এরআগে মঙ্গলবার রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেড়ে প্রায় ৩ ঘণ্টা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এএম