এখন জনপদে
0

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড, ২০টি স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আজ (রোববার, ২৬ জানুয়ারি) নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী এ অভিযান পরিচালনা করে নালিতাবাড়ি উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলো- গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক (২১), বাবু (২২) ও তানভীর মাহতাব ঝিনুক (২১)। রাতেই দণ্ডিতদের নালিতাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

এএইচ