আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) বিকেল ৪ টায় শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর জেলা শাখা।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ ময়নার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ হোসেন ও রহুল আমীন।
এসময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল খান তোতা, যুগ্ম সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন এস আর মসজিদের পেশ ইমাম মাওলানা আনাস।