দিবসটি উপলক্ষে আজ (রোববার, ২৬ জানুয়ারি) দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন কাস্টমস কর্তৃপক্ষ।
এর আগে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা বিনিময় করেন হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তারের সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ।
ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, আমদানিকারক নুর ইসলামসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় চোরাচালান প্রতিরোধ, বৈধ পণ্য সহজে আমদানি করতে কাস্টমসের সহযোগিতা চান ব্যবসায়ীরা।