অপরাধ ও আদালত
এখন জনপদে
0

টেকনাফ থেকে অপহৃত ১৫ জনকে উদ্ধার, আটক দুই অপহরণকারী

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অপহৃত ১৫ জনকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়ার পাহাড়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, পাহাড়ে অপহরণকারী চক্রের অবস্থানের খবরে টেকনাফ পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। একই সাথে অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি নাগরিক ছিল। এ ঘটনায় আটককৃতরা হলেন কচ্ছপিয়ার করাচি পাড়া এলাকার মো. হারুন ও নুর মোহাম্মদ।

পুলিশ জানিয়েছে, অপহরণকারী চক্রটি দীর্ঘদিন যাবত বাংলাদেশি ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।

এএম