আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্ত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে নন বরং শিক্ষার্থীদের মতোই কোটার বিরুদ্ধে। তবে, যৌক্তিকভাবে প্রাপ্য প্রাতিষ্ঠানিক অধিকার বা সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা।