এক বছরেও পূরণ হয়নি জুলাই আন্দোলনের স্বপ্ন; সাভারে শহিদ আলিফের স্বজনদের ক্ষোভ
1
এক বছরেও পূরণ হয়নি জুলাই আন্দোলনের স্বপ্ন; সাভারে শহিদ আলিফের স্বজনদের ক্ষোভ
কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেয়া অগ্নিঝরা জুলাই আন্দোলনের এক বছর পূর্ণ হলো। জুলাই আন্দোলন রেখে গেছে হাজারো গল্প। ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাঁথা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন শুরু হয়েছিল, এক বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ সাভারে গণঅভ্যুত্থানে শহিদ আলিফের স্বজনদের। তারা বলছেন, এখনও দূর হয়নি বৈষম্য। তাই জুলাই চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তাদের।