ইন্টারনেট না থাকায় মাঠের খেলায় মেতেছে কিশোর-তরুণরা
0
ইন্টারনেট না থাকায় মাঠের খেলায় মেতেছে কিশোর-তরুণরা
জীবন যান্ত্রিক হয়েছে অনেক আগেই। বিশেষ করে মুঠোফোন কেড়ে নিচ্ছে প্রতিদিনের বহু সময়। তবে, দেশে চলমান কারফিউ, সেই অবস্থা থেকে দিয়েছে কিছুটা পরিত্রাণ। লুড়ু, ক্যারাম, দাবা খেলায় মজেছেন পাড়া মহল্লার ছেলে-বুড়ো অনেকেই।