ভেজাল বালাইনাশক নিয়ন্ত্রনে নেই পরীক্ষাগার
0
ভেজাল বালাইনাশক নিয়ন্ত্রনে নেই পরীক্ষাগার
ভেজাল ও নিম্নমানের বালাইনাশকে প্রতিবছর মাটি, ফসল ও পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা টাকার অংকে হিসাব না থাকলেও বড় অংকের ক্ষতি যে হচ্ছে সেটি নিশ্চিত করেছেন কৃষি গবেষকরা। বগুড়ায় সার ও বালাইনাশক দ্রব্যের আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা দুই শতাধিক। এসব প্রতিষ্ঠানে নেই মান নিয়ন্ত্রন ল্যাব। এমনকি সরকারিভাবেও কোনো তদারকি হয় না। এতে করে প্রতারিত হচ্ছেন কৃষক। ঘটছে ফলন বিপর্যয়।