শিক্ষায় দক্ষিণ এশিয়ায় ‌‌সর্বনিম্ন বরাদ্দ বাংলাদেশে
এক দশকে শিক্ষা অবকাঠামোর অগ্রগতি হলেও এখনও অনেক প্রতিষ্ঠানে জরাজীর্ণ শ্রেণিকক্ষে চলে পাঠদান কার্যক্রম। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যে পরিবেশ ও সক্ষমতা দরকার তার কিছুই নেই। টেকসই, আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো নির্মাণ এখন জরুরি। এ জন্য বরাদ্দ বাড়ানোর কথা বলছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অন্যদিকে আগামী অর্থবছরে বরাদ্দের পুরো অর্থ খরচের সক্ষমতা অর্জনের দিকে নজর দেয়ার কথা বলছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।