সমুদ্রগামী বহরে শততম জাহাজের মাইলফলক
0
সমুদ্রগামী বহরে শততম জাহাজের মাইলফলক
শততম সমুদ্রগামী জাহাজ বহরের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। এ খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৮শ কোটি ডলারে। এসব জাহাজে পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ই শুধু নয়, জাহাজ ভাড়া দিয়েও বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে।