দীর্ঘদিন সীমান্ত হাট বন্ধ থাকায় লোকসানে ব্যবসায়ীরা
করোনা পরিস্থিতি স্বাভাবিকের পর অধিকাংশ সীমান্ত হাট চালু হলেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট এখনও বন্ধ। দীর্ঘ ৪ বছরেও হাটটি চালু না হওয়ায় ক্ষতির মুখে হাটের ব্যবসায়ীরা। কবে নাগাদ হাট খুলবে- সে সম্পর্কে তথ্য নেই ব্যবস্থাপনা কমিটির কাছেও। তবে সীমান হাট কমিটির দাবি, বাণিজ্যে সমতা না থাকায় হাটটি বাংলাদেশের জন্য 'অলাভজনক'। ফলে এটি খোলার ব্যাপারে 'ধীরে চলো' নীতিতে ব্যবস্থাপনা কমিটি।