বাড়িভাড়া বাড়ছে, কমছে পুরো বাসা ভাড়া নেয়ার সামর্থ্য
কারও প্রাইভেট চাকরি, আবার কারও ছোট ব্যবসা। বছর পার হলেও আয়ের খাতায় যোগ নেই নতুন অর্থের। অথচ নিয়ম করেই প্রতিবছর বাড়ছে বাড়িভাড়া। বাধ্য হয়ে কেউ ছাড়ছে শহর আবার কেউ খুঁজছেন সাবলেট বা অংশীদারি আবাসন। বিবিএস এর রিপোর্ট বলছে ২ বছরের ব্যবধানে সাবলেট গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় দিগুণ।