দেশের আকাশে বিরল গোলাপি চাঁদ
0
দেশের আকাশে বিরল গোলাপি চাঁদ
দেশজুড়ে দেখা গেল গোলাপি চাঁদ। মহাজাগতিক সেই সৌন্দর্য্য দেখতে রাতে বের হয়েছিলেন নগরবাসী। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা প্রশান্তি দিয়েছে পূর্ণ এই চাঁদ। অনেকের ধারণা, বৃষ্টির আভাস দিচ্ছে এই বিবর্ণ চাঁদ।