জনসচেতনতামূলক লেখার পাশেই মশার জন্মস্থান!
মশার অত্যাচারে রাজধানীবাসীকে দিনের বেলাতেও কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। এছাড়া পরিষ্কার না করাতে পানি জমে থাকা পাত্রে মশার লার্ভা জন্ম নিচ্ছে। ‘আপনার শহর পরিষ্কার রাখুন’ সিটি করপোরেশনের এরকম জনসচেতনতামূলক লেখার ঠিক পাশেই ভাঙা ফুলের টবে বৃষ্টির পানি জমে আছে। পাশেই ডাবের খোসা, বিভিন্ন প্যাকেটেও জমে আছে দুই-একদিন আগের বৃষ্টির পানি।