বাজার বসিয়ে বিক্রি হচ্ছে রেলের অনলাইন টিকিট!
0
বাজার বসিয়ে বিক্রি হচ্ছে রেলের অনলাইন টিকিট!
রীতিমতো বাজার বসিয়ে বিক্রি হচ্ছে রেলের অনলাইন টিকিট। চাইলে ফোন করে করা যাবে টিকিট বুকিং । অফলাইনের পুরনো কালোবাজারিরাই সক্রিয় অনলাইনে। বেনামে আগেই টিকিট কেটে ফেলছে তারা। সোজাপথে না পাওয়াদের, বেশি দামে বিক্রি করছেন সে সব টিকিট। এতে যাত্রীর নাম পরিচয়েরও থাকছে না হদিস। দেশের বেশ কয়েকটি স্টেশনের আশপাশ ঘিরেই চলছে এসব।