মশা মারার শত শত কোটি টাকার বাজেট কোথায় যায়?
'মশা মারতে কামান দাগা' বাগধারাটি যেন সত্যি হয়ে ধরা দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের জন্য। ক্ষুদ্র কীট মশা নিধনে অনেক টাকা খরচ করলেও ফলাফল শূন্য। উপরন্তু, বাড়তি অর্থ যুক্ত হয় বাজেটের খাতায়। নানান কীটনাশক ব্যবহার ও মশক নিয়ন্ত্রণ পদ্ধতিতে পরিবর্তন আনলেও রেকর্ড গড়ছে ডেঙ্গুতে প্রাণহানি। তাতে বাইরে বিভিন্ন উদ্যোগ দেখালেও কার্যকরী কোন পদক্ষেপ নেই দুই নগর অভিভাবকের।