দাম বেড়ে যাওয়ার বাইক বিক্রি কমেছে ৬০ শতাংশ
এক সময়ের শখের বাইক এখন প্রয়োজনীয় বাহন। যাতায়াতের ভোগান্তি থেকে মুক্তি পেতে ও জীবিকার খরচ মেটাতে ২০১৬ সালের পর ব্যবহার বাড়ে দুই চাকার ইঞ্জিনচালিত সাইকেলের। কিন্তু করোনার পরে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেলের বিক্রি বাড়লেও ২০২৩ সালে তা অনেকটাই কমে গেছে। তবে ডলারের দাম ও মূল্যস্ফীতি স্বাভাবিক হলে এ খাত ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের।