সাতক্ষীরার গ্রামীণ ঐতিহ্য 'মেলে মাদুর শিল্প'
0
সাতক্ষীরার গ্রামীণ ঐতিহ্য 'মেলে মাদুর শিল্প'
শত প্রতিকূলতার মধ্যে টিকে আছে সাতক্ষীরার গ্রামীণ ঐতিহ্যবাহী 'মেলে মাদুর শিল্প'। নিপুণ হাতে তৈরি এসব মাদুরের চাহিদা দেশজুড়ে রয়েছে। তবে কাঁচামালের সংকট, উদ্যোক্তা ও বিনিয়োগ না থাকার ভিন্ন পেশায় চলে যাচ্ছেন কারিগররা। পণ্যটির জিআই সনদের দাবি উদ্যোক্তাদের।