ভয়াবহ দখল-দূষণে জর্জরিত ধলেশ্বরী-বংশী নদী
অর্থনীতি
0
ভয়াবহ দখল-দূষণে জর্জরিত ধলেশ্বরী-বংশী নদী
দখল-দূষণে জর্জরিত সাভারের ধলেশ্বরী ও বংশী নদী। নালায় পরিণত এই দুই নদীর অনেক অংশ। নেই মাছসহ বিভিন্ন জলজ প্রাণি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। বিশেষজ্ঞদের মতে, নদী রক্ষায় শিগগিরই উদ্যোগ না নিলে রয়েছে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা।