অর্থনীতি
ধীরে ধীরে বিকশিত হচ্ছে কাচ শিল্প
মুখ দেখাতেই শুধু সীমাবদ্ধ নেই কাচের ব্যবহার। টুকরো থেকে বড় আকারের কাঠ বা পারটেক্সের তৈরি আসবাবপত্রে স্থান করে নিয়েছে কাচ। এর বাইরেও বড় বড় দালানকোঠায় দিন দিন বাড়ছে কাচের ব্যবহার। একটা সময় শুধু আমদানি নির্ভর হলেও চাহিদা বেড়ে যাওয়ায় এখন দেশেই কাচ তৈরি করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সিলেট থেকে নেওয়া সিলিকা বালু থেকে গ্লাস বা কাচ তৈরির প্রক্রিয়া জেনে নেওয়া যাক।