সীমান্তে নাকফুল বন্ধক দিয়ে ঋণের কিস্তি পরিশোধ!
যুদ্ধের মধ্যে যেখানে জীবন বাঁচানোই দায়, সেখানে এনজিওর ঋণের কিস্তির চাপে দিশেহারা সীমান্তের নিম্ন আয়ের মানুষ। কর্মহীন হয়ে পড়া পরিবারে খাদ্যের জোগান দিতে না পারলেও, ঋণ পরিশোধে চাপ দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। অগত্যা কেউ ধার, কেউ জমানো স্বর্ণ বন্ধক দিয়ে শোধ করছেন কিস্তির টাকা।