ফরিদপুরে পেঁয়াজ বীজে ৫শ’ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
দীর্ঘ সময় ধরে পেঁয়াজ চাষাবাদের সুনাম রয়েছে ফরিদপুর জেলার। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা হিসেবে স্থানটি দখল করেছে এখানকার চাষিরা। পাটের পরে ধান ও পেঁয়াজ আবাদে চাষিদের আগ্রহ রয়েছে। কারণ এ জেলার মাটি পাট পেঁয়াজ ও ধান উৎপাদনে উৎকৃষ্ট।