সাবেক ২৪ এমপির বিলাসবহুল গাড়ির নিলাম গণমাধ্যমে প্রচার হলেও আশানুরূপ সাড়া মেলেনি। ১৫ এমপি-মন্ত্রীর গাড়ি দরপত্র পড়লেও, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতসহ ৯ সাবেক এমপির গাড়ির জন্য আগ্রহ দেখাননি কেউ। বিডারদের দাবি, সংরক্ষিত মূল্য বেশি ধরায় প্রথম নিলামে এমপিদের কোনো গাড়ি বিক্রি হয়নি।