বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা টি-ডোম তৈরির ঘোষণা তাইওয়ানের
শত্রুর হুমকি থেকে আত্মরক্ষা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর অংশ হিসেবে এবার বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা টি-ডোম তৈরির ঘোষণা দিয়েছে তাইওয়ান। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) তাইওয়ানের জাতীয় দিবসে নতুন এ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানান দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে। এসময় দ্বীপটি দখলে বলপ্রয়োগ করা থেকে বিরত থাকতে চীনের প্রতি আহ্বান জানান তিনি।