উদ্বোধনের দেড়যুগ পরও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহ চরাঞ্চলে নির্মিত ২০ শয্যার পরাণগঞ্জ হাসপাতাল। নিয়োগ দেয়া হয়নি প্রয়োজনীয় জনবল। আউটডোর চালু থাকলেও শুরুই হয়নি ইনডোর সেবা। পরিত্যক্ত পড়ে আছে আবাসিক ভবন। স্থানীয়দের অভিযোগ, শুধু রাজনৈতিক কারণে হাসপাতালটি চালু হয়নি।