মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছায় উত্তপ্ত হিমশীতল আর্কটিক অঞ্চল। এছাড়া রাশিয়া এবং চীনের সামরিক তৎপরতায় উত্তেজনা তুঙ্গে বরফ ঢাকা অঞ্চল আর্কটিকে। এ অবস্থায় বরফের মধ্যেও ড্রোন চলাচল সক্ষমতা নিশ্চিতে ওঠে পড়ে লেগেছে বিশ্বের সবচেয়ে উত্তর মেরু অঞ্চলের দেশগুলো। দীর্ঘ-পাল্লার বিমানের মতো অ্যান্টি-আইসিং ড্রোন তৈরিতে গবেষণা যেমন শুরু হয়েছে, তেমনি তীব্র শীত আবহাওয়া-প্রতিরোধী ড্রোন কেনার জন্য করছে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট পরিকল্পনাও।