কচুরিপানা ও ঘাস পরিস্কার নিয়ে বিপাকে নওঁগার হাসাঁইগাড়ী বিলের কৃষকরা
শুরু হবে ইরি বোরো ধানের রোপণ। কিন্তু তার আগেই জমিতে জমে থাকা কচুরিপানা ও ঘাস পরিষ্কার নিয়ে বিপাকে নওঁগা সদর উপজেলার হাসাঁইগাড়ী বিলের কৃষকরা। কৃষকদের লাভের একটি অংশ চলে যাচ্ছে জমি পরিষ্কারে। কৃষি অফিসের পরামর্শ আগাছা পচিয়ে জৈব সার তৈরি করতে পারলে কমবে খরচ।