তওবা করলেই কি হারাম সম্পদ হালাল হয়?
মানুষ নানা কারণে জীবনে ভুল করে—কখনও টাকার লোভে, কখনও আবার পরিস্থিতির চাপে এমন উপার্জনে জড়িয়ে পড়ে যা আল্লাহর কাছে হারাম (Haram) ও অপবিত্র। যখন হৃদয় নরম হয় এবং মুমিন হিসেবে ইমান (Iman) জাগ্রত হয়, তখন মনে প্রথম প্রশ্ন আসে: ‘এই হারাম সম্পদ থেকে মুক্তির শরয়ী পদ্ধতি (Shariah Method) কী? শুধু মুখে তওবা (Tawbah) করলেই কি সব দায়মুক্তি হবে?’