গাজার হামাস বিরোধীদের সহায়তা দেয়ার কথা স্বীকার করেছে ইসরাইল
লাখো ফিলিস্তিনিকে অভুক্ত রাখা ইসরাইলই খাবার, অর্থ, অস্ত্র তুলে দিচ্ছে একদল ফিলিস্তিনির মুখে-হাতে। কারা তারা? গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যাদের অবস্থান হামাসের বিরুদ্ধে। অস্ত্র আর ত্রাণ চুরির অভিযোগ থাকলেও কেবল হামাসবিরোধী বলে তাদের সমর্থন দেয়ার কথা স্বীকার করছেন খোদ ইসরাইলি প্রধানমন্ত্রী।