ইসরাইল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে: হামাস
দীর্ঘ ১৫ মাসের নৃশংস সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো হামাস ও ইসরাইল। তিনটি ধাপে চুক্তিটি কার্যকর হবে ১৯ জানুয়ারি থেকে। ৬ সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। ইসরাইল বলছে, জিম্মিদের মুক্তির জন্য এটি সঠিক পদক্ষেপ। যদিও হামাসের দাবি, ইসরাইল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বিশ্বনেতারা এটিকে বড় অর্জন হিসেবে দেখছেন। যুদ্ধবিরতির খবর উল্লাসে ফেটে পড়েন ইসরাইল ও ফিলিস্তিনের বাসিন্দারা।