প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হামহাম জলপ্রপাত; পৌঁছাতে দুর্ভোগ পর্যটকদের
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক জলপ্রপাত ‘হামহাম’। স্থানীয় বাসিন্দারা একে হামহাম ঝর্ণা বলেও ডাকে। প্রায় ১৪টি পাহাড় ও পাথরের ছোট-বড় ছড়া পেরিয়ে এ ঝর্ণার কাছে পৌঁছাতে হয় পর্যটকদের। হামহাম জলপ্রপাতের প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে বর্ষার সময়। তবে জলপ্রপাতে পৌঁছাতে বেশ দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। তাই এ রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।