তেলআবিবে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, সিউলে দু’পক্ষের আন্দোলন অব্যাহত
অবরুদ্ধ গাজায় হামলা জোরদারের মধ্যেই তেল আবিবে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ করেছেন সাধারণ ইসরাইলিরা। এসময়, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি নেতানিয়াহুর পতদ্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী সিউলে। তীব্র তুষরাপাত ও প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করেই এদিন প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ করেন হাজারো বাসিন্দা।