প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট মন্তব্য নয়াদিল্লীর
কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেভাগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার সংবাদপত্রে প্রকাশিত এই তথ্য সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে কলঙ্গিত করতেই কানাডার গ্লোব ও মেইল পত্রিকাটি এ ধরনের প্রতিবেদন করার সাহস দেখিয়েছে বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রানধীর জয়সোয়াল। অটোয়া-নয়াদিল্লির মধ্যে চলমান বৈরিতার মধ্যে এ ধরণের অপপ্রচার ভালো কিছু বয়ে আনবে না বলেও মনে করছে ভারতের পররাষ্ট্র দপ্তর।