বরাবরের মতোই বিপিএলে অবহেলিত দেশি ক্রিকেটাররা
বিদেশি ক্রিকেটারদের জায়গা দিতে গিয়ে বিপিএলে অবহেলিত দেশি ক্রিকেটাররা। রিশাদ হোসেন-সাব্বিররা বিদেশি লিগে গুরুত্ব পেলেও নিজ দেশে বিপিএলে জায়গা পাচ্ছেন না একাদশে। অথচ অফফর্মে থাকা বিদেশি ক্রিকেটারদের নিয়ে একের পর এক ম্যাচ হারছে ঢাকা ক্যাপিটালস।