মেলবোর্নে অভিষেক টেস্টকে রঙিন করলেন স্যাম কন্সটাস। চার বছর টেস্টে ছক্কা না খাওয়া বুমরাহকে ছক্কা মেরে সবার নজর কেড়েছেন ১৯ বছরের এই তরুণ। ভিরাট কোহলিও স্যামকে ধাক্কা মেরে পেয়েছেন আইসিসির ডিমেরিট পয়েন্ট।