সিরিয়ায় আসাদ সরকারের পতনের এক মাস
সিরিয়ায় আসাদ সরকারের পতনের এক মাস পেরিয়ে গেলেও স্বস্তি নেই জনমনে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, দেশটিতে প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করছে অন্তত ১ কোটি ৩০ লাখ মানুষ। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার প্রশ্নে সাময়িকভাবে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা জানালেও বিশেষজ্ঞদের দাবি, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সহজ হবে না।