অবসানের পথে যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন!
অবসানের পথে যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন। সিনেটে এরইমধ্যে পাস হয়েছে প্রশাসনিক ব্যয় সংক্রান্ত সমঝোতা বিল। প্রতিনিধি পরিষদের অনুমোদন পেলেই নতুন বিলে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বিলটি পাস হলেও ডেমোক্র্যাটদের প্রস্তাবিত বিতর্কিত স্বাস্থ্য বিলে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্য বিলের সরকারি অর্থ সরাসরি মার্কিনীদের হাতে তুলে দেয়া হবে বলেও জানান তিনি।