স্বাধীনতার-সূর্য

'মুক্তিযুদ্ধের পাঁচ দশক পর আবার দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে'

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সুশাসন নিশ্চিত করা। তবে স্বাধীনতার ৫৩ বছর পর স্বৈরাচারের পতন আর গণহত্যার চিত্রই বলে দেয়, সরকারের পর সরকার বদল হলেও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা নয়, শাসনের মাধ্যমে শোষণের পথই বেছে নিয়েছে এখানকার শাসকরা। ‘৭১ এর মুক্তিযোদ্ধারা মনে করেন পাঁচ দশক পর আবার দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। আর রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, ‘২৪-এর আকাঙ্ক্ষা অনুধাবন করে যদি ঐক্য অটুট রাখার কর্মসূচি না নেয়া হয় তাহলে ’৭১ এর মতোই বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা রয়েছে।