পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের
পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে জার্মানির দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার করা যায়নি লরার মৃতদেহ।