স্পেনের রাজা-রানি ও প্রধানমন্ত্রীর গায়ে কাঁদা ছুড়লেন বন্যাদুর্গত এলাকার বিক্ষুব্ধ মানুষ। বন্যার আগে সতর্কতার অভাব ও পরে জরুরি পদক্ষেপ নিতে দেরি হওয়াতে সরকারের ওপর অসন্তুষ্ট বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। মারাত্মক বিপর্যয়ের মধ্যে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।