দেড়শো কোটি ডলারে সুপ্রিম অধিগ্রহণ করছে এসিলোরলুক্সোটিকা
ভিএফ কর্পোরেশনের কাছ থেকে স্ট্রিটওয়্যার ব্র্যান্ড সুপ্রিম অধিগ্রহণ করতে যাচ্ছে এসিলোরলুক্সোটিকা। এ অধিগ্রহণ সম্পন্নে ব্যয় হবে দেড়শো কোটি ডলারের বেশি। সম্প্রতি দুই কোম্পানির যৌথ বিবৃতির বরাত দিয়ে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। এর মাধ্যমে ফরাসি-ইতালীয় চশমা প্রস্তুতকারককে অধিগ্রহণ করতে যাচ্ছে পোশাক কোম্পানি।