গোলের খেলা ফুটবলে গোলই পাচ্ছে না বাংলাদেশ। স্ট্রাইকারদের ব্যর্থতায় বারবার পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে লাল-সবুজরা। সাবেকদের মতে, পজিশন বুঝে খেলতে হবে ভয়ডরবিহীন ফুটবল। বদলাতে হবে পুরো ফুটবল কাঠামো।