পিএস মাহসুদ: ঐতিহ্য নিয়ে নদীপথে আবারও ফিরছে শতবর্ষী নৌযান
পুরানো ইতিহাস, ঐতিহ্য নিয়ে নদীপথে আবারও ফিরছে শতবর্ষী নৌযান স্টিমার পিএস মাহসুদ। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুই দিন শুক্র, শনিবার ঢাকা-বরিশাল রুটে চলবে এটি। বাকি ৫ দিন প্রমোদভ্রমণের জন্য ভাড়ায় মিলবে বাহনটি। আর পর্যায়ক্রমে স্টিমারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি নৌ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের।