কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জুলাই গণঅভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখিয়ে আছেন পাঠকরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক-প্রকাশকদের কাছেও এ এক ভিন্ন বইমেলা। মেলার পুরো মাসজুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশাও তাদের। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি।