বই ঘাটতি নিয়েই নোয়াখালীতে নতুন শিক্ষাবর্ষ শুরু ক্ষুদে শিক্ষার্থীদের
বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল নোয়াখালীর প্রাথমিক বিদ্যালয়গুলো। নতুন বছরের শুরুর দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেছিল তারা। এ বছর বইয়ের কাগজ ও ছাপার মানও অন্য বছরের থেকে তুলনামূলক ভালো বলে মনে করছেন অভিভাবকরা। তবে প্রাথমিক পর্যায়ে জেলার মোট চাহিদার অর্ধেক শিক্ষার্থী, মাদ্রাসা পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী নতুন বই হাতে পান নি। মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষার্থীর হাতেই বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়া হয়নি। তবে আগামী দু-এক সপ্তাহের ভেতরেই বাদ পড়া শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন বলে জানান সংশ্লিষ্টরা।