ঢাবিতে দিনভর কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ায় থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। বিকেল ৩টার দিকে টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ চলার সময় বিজয় একাত্তর হলের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষে বেশ ক'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।